Message From HG Bhadra Charu Prabhu, Mayapur (JPS)

ওহে শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ । 

তোমার বিরহে কাঁদে বৈষ্ণব সমাজ ।।

প্রভুপাদের অতি স্নেহধন্য নিজজন ।

তাঁহাদের মধ্যে তুমি সর্বদা গনন ।।

প্রভুপাদের নিত্যসিদ্ধ পার্ষদ আপনি । 

ভক্তগন ঝুরিতেছে দিবস রজনী ।। 

পরম স্বতন্ত্র কৃষ্ণের বিশেষ ইঙ্গিতে । 

মোদেরে ছাড়িয়া পাড়ি দিলে গোলকেতে ।।

অনায়াসে ত্যজি গেলে এ পার্থিব ভূমি । 

কৃষ্ণের নিত্যলীলায় প্রবেশিলে তুমি ।। 

তোমার বিরহে সবে কাঁদিয়া আকুল । 

কেন বা মোদেরে বিধি এতো প্রতিকূল ? 

প্রত্যক্ষে তোমার আর পাবোনা দর্শন । 

একথা ভাবিয়া সবার ব্যাকুলিত মন ।।

কে’ বা শুনাইবে সুমধুর কৃষ্ণকথা । 

কে’ বা শুনাইবে প্রভুপাদ এর গুণগাথা ?

কোথা গেলে শুণিবো সে মধুর কীর্তন । 

কোথা গেলে দেখিবো সে সুভঙ্গী নর্তন ।। 

চর্ব্য চোষ্য লেহ্য পেয় শ্রীকৃষ্ণ – প্রসাদ । 

কে’ বা ভুন্জাইবে আর ঘুচাবে প্রমাদ ?

তুমি তো শেখালে বিশ্বে প্রভুপাদ – নিষ্ঠা । 

তুমি তো দেখালে গুরুসেবা পরাকাষ্ঠা ।।

ভক্তজনে স্নেহযত্ন জগতে দুর্লভ । 

স্বভাব সিদ্ধ ভঙ্গিতে করিলে সুলভ ।। 

তোমার দিব্য সান্নিধ্যে আসিল যে জন । 

সে জন লভিল তব সুস্নেহ যতন ।। 

মধুমাখা বাণী আর কৃপাবলোকন । 

সংকীর্তন- মধুমত্ত সহাস্য বদন  ।।

তোমাহেন গুণনিধি হেলে হারাইনু । 

শোকসন্তপ্ত-সাগরে মগন হইনু  ।। 

প্রভুপাদ এর অপ্রাকৃত দিব্য গ্রন্থাবলী । 

বঙ্গানুবাদে আপনি অত্যন্ত কুশলী ।।

দূরদর্শনেতে তব “অভয় চরণ”

দরশনে হয় লোক আনন্দে মগন ।।

প্রভুপাদ এর যশোরাশি করয়ে বিস্তার । 

দেখিয়া শুনিয়া লোকে লভয়ে নিস্তার ।। 

উজ্জয়িনী বুকে ভব্য মন্দির  গঢ়িয়া । 

সুকীর্তি স্থাপিলে তুমি জগৎ জুড়িয়া ।। 

প্রভুপাদ এর আগ্ঞা তথা জি বি সি নির্দেশ । 

পালিতে সর্বদা কৈলে মনোভিনিবেশ ।। 

চন্দ্র সূর্য ব্রহ্মাণ্ডেতে রবে যতদিন । 

নিত্য স্বরণীয় তুমি রবে ততদিন ।।

ওহে পূজ্যপাদ পরিব্রাজক আচার্য । 

তোমার বিরহে ভেঙ্গে যায় সব ধৈর্য্য ।। 

তোমা অদর্শনে জগতের ভক্তকুল । 

আকুলি বিকুলি করে যেন ছিন্নমূল ।। 

অশেষ গূণের নিধি হারাইয়া ধরা । 

নিঃসন্দেহে ধরা হলো মহারত্ন হারা ।। 

গতকাল স্বপনেতে দিয়া দরশন । 

গাঢ় স্নেহে  অধমেরে দিলে আলিঙ্গন ।। 

গোলোকে কৃষ্ণের নিত্য লীলায় সংপ্রতি । 

সপার্ষদ প্রভুপাদ সহ তব স্থিতি ।। 

কবে মোর সেইদিন হবেকি উদয় । 

গোলকে লভিব নিত্যলীলায় আশ্রয় ।। 

তোমার কৃপায় তাহা হইবে সংভব । 

তব কৃপাবলে পাব গোলোক বৈভব।। 

কাককে গরুড় কর ঐছে দয়াময় । 

তাইতো প্রার্থনা করি ছাড়ি লাজ ভয় ।। 

তব আবেদনে কবে কৃষ্ণ দয়াময় । 

এহেন পামর প্রতি হবেন সদয় ।। 

অপরাধি আমি, তুমি কৃপার বারিধি

নিজগুণে কৃপাকর ওহে গুণনিধি ।। 

হরি গুরু বৈষ্ণব চরণে ভকতি

 

ভদ্রচারু দাস মাগে করিয়া প্রণতি ।।